জওয়ানদের খাবারের মান পরীক্ষার দায়িত্ব ডিআরডিও-কে  

নয়াদিল্লি, ১ এপ্রিলঃ সীমান্তে বিএসএফ জওয়ানদের যে খাবার দেওয়া হয়, তার মান পরীক্ষা করা হচ্ছে ডিআরডিও(প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা)-র পরীক্ষাগারে। সেই পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। তবে খাবারের মান যথেষ্ট ভালো বলেই দাবি জানিয়েছেন বিএসএফ-এর ডিজি কেকে শর্মা। তিনি বলেন, ‘বিএসএফ জওয়ানদের যে খাবার দেওয়া হয়, ডিআরডিও-র পরীক্ষাগারে সেই খাবারের মান পরীক্ষা করা হচ্ছে। বিএসএফ জওয়ানদের মেসে যাঁরা খাবার তৈরি করেন, এবং যাঁরা সেই খাবার খান, তাঁদের সঙ্গেও কথা বলছেন ডিআরডিও আধিকারিকরা। এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি, তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, জওয়ান ও অফিসারদের যে খাবার দেওয়া হয়, সেটা যথেষ্ট ভাল।’

গতবছরে জানুয়ারিতে খাবারের মান নিয়ে অভিযোগ তুলে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। এই নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Io0r1H

April 01, 2018 at 10:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top