টরন্টো, ১ এপ্রিল- ভিশন ইনফিনিট ফাউন্ডেশন বিগত কয়েক বছর ধরে প্রচুর শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে টরোন্টোর বাংলাদেশী কমিউনিটিকে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সেবা দিয়ে আসছে। এই মেলা আয়োজনের জন্য ফাউন্ডেশন কানাডার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে থাকে। মূলতঃ এই প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ভিশন ইনফিনিট ফাউন্ডেশনের এই আয়োজন পরিচালিত হয়। প্রতিষ্ঠানগুলো তাদের নিজ দায়িত্বে মেলায় তাদের ষ্টল স্থাপন করে এবং পেশাভিত্তিক দক্ষতা অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। ভিশন ইনফিনিট ফাউন্ডেশন দ্বারা আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসকগন তাদের মূল্যবান সময় ব্যয় করে কমিউনিটিকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে থাকেন। এই মেলা আয়োজনের জন্য ভিশন ইনফিনিট ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও অংশগ্রহণকারী বেসরকারি সংস্থাগুলো সন্মিলিতভাবে অর্থের যোগান দিয়ে থাকেন। এই ব্যাপারে এখন পর্যন্ত কোন সরকারি অনুদান নেওয়া হয়নি। অদ্যাবধি এই ফাউন্ডেশন মোট তিনটি স্বাস্থ্য মেলা এবং একটি শিক্ষা মেলা সফলভাবে আয়োজন করেছে যা কমিউনিটির সদস্যদের দ্বারা ব্যাপকভাবে সমাদৃত হয়। বিগত ২৫ শে মার্চ বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভিশন ইনফিনিট ফাউন্ডেশন যে স্বাস্থ্যমেলার আয়োজন করে, সেখানে বিপুল দর্শক সমাগম হয়। তারা বিভিন্ন ধরণের স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা ও সেমিনারে অংশগ্রহন করেন। এই পরীক্ষাগুলোর মধ্যে ডায়াবেটিস রোগ নিরূপনের জন্য রক্তের গ্লুকোজ পরিমাপ করা হয়। দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীদের দ্বারা এই পরীক্ষাটি করা হচ্ছিল। এই কার্যক্রমের কোন এক পর্যায়ে অনিচ্ছাকৃত ভুলবশতঃ ল্যানসেট বদল করা হয়নি। সেময়ে একজন সেবাগ্রহণকারীর অভিভাবক বিষয়টি লক্ষ্য করে আয়োজকদের নজরে আনেন। (ল্যানসেট একটি অত্যন্ত ক্ষুদ্র পিন সদৃশ জিনিস, যা আঙুলের চামড়ার উপরিভাগকে ক্ষীণ ছিদ্র করার জন্য ব্যবহার করা হয়। এটা ইঞ্জেকশনের সুঁচের মতো চামড়ার অভ্যন্তরে প্রবেশ করে না) এক পর্যায়ে তিনি বিষয়টি ইমার্জেন্সী মেডিক্যাল সার্ভিস (ইএমএস)কে অবহিত করেন। ইএমএস ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি অনুধাবন করে তাকে বোঝানোর চেষ্টা করেন যে, এই ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা খুবই কম। তবে তারা জনস্বাস্থ্য বিভাগকে ব্যাপারটি জানায়। জনস্বাস্থ্য বিভাগ উক্ত পেশাজীবীর সাথে আলোচনা করে নিয়মানুযায়ী এইষ্টলে যারা রক্ত পরীক্ষা করেছে তাদের আরো কিছু পরীক্ষার জন্য পরামর্শ দেয়। উল্লেখ্য এইঘটনার পরপরই ঐ নির্দিষ্ট স্টলটির সকল কার্যক্রম বন্ধ রাখা হয় এবং জনস্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করার জন্য ভিশন ইনফিনিট ফাউন্ডেশন সেদিনের ভিজিটরদের পূর্ণ তালিকা তাদেরকে সরবরাহ করে। বর্তমানে ভিশন ইনফিনিট ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ জনস্বাস্থ্য বিভাগের সাথে সার্বক্ষনিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী এই পরীক্ষার পর সকলেই তাদের ইনফেকশন জনিত সম্ভাবনা সম্পর্কে নিশ্চিন্ত হতে পারবেন। এই অনিচ্ছাকৃত ত্রুটি এবং প্রাসঙ্গিক বিড়ম্বনার জন্য আমরা কমিউনিটির সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্যে ভিশন ইনফিনিট ফাউন্ডেশন আরও সচেতনভাবে কার্য্য পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GM8EzK
April 02, 2018 at 10:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন