নয়া দিল্লী, ০১ এপ্রিল- ভারতীয় ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকার তার উদারতার জন্য বিশ্ব ক্রিকেটে খুবই সমাদৃত একজন মানুষ। তা মাঠে ব্যাট হাতে উদারভাবে রান তোলার ক্ষেত্রে হোক আর উদারহস্তে মানুষের সাহায্যে দান করাতেই হোক। ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়েছেন অনেকদিন আগে। তাই এখন দান করার সুযোগটাই তার জন্য বেশি। সম্প্রতি তিনি শেষ করেছেন ভারতের রাজ্য সভার সংসদ সদস্য (এমপি) হিসেবে তার সময়কাল। এর আগে এ সময়ে উপার্জিত পুরো বেতনভাতা তিনি দান করে গেছেন প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে। ২০১২ সালে ভারতের রাজ্যসভায় এমপি হিসেবে মনোনীত করা হয়েছিল শচীনকে। গত ছয় বছরে তিনি এই দায়িত্ব পালনের সম্মানী হিসেবে উপার্জন করেছেন ৯০ লাখ রুপি। মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে তিনি এই অর্থ ত্রাণভান্ডারে দান করেছেন। এর স্বীকৃতিস্বরূপ এই কিংবদন্তিকে প্রশংসায় ভাসিয়ে একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শচীন নিজের ভাষায় লিখেছেন, প্রধানমন্ত্রী এই চিন্তাশীল উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুর্দশাগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এই অবদান অত্যন্ত উপকারে আসবে। যদিও এই ক্রিকেট গ্রেটকে নিয়ে সমালোচনা আছে ছয় বছরে তিনি খুব কম সময়ই সংসদের অধিবেশনে অংশ নিয়েছেন। তবে নিজের সংসদীয় এলাকার উন্নয়ন তহবিলের দারুণ ব্যবহার করেছেন। বরাব্দ থাকা ৩০ কোটি রুপি থেকে ৭.৪ কোটি রুপির ১৭৫টি প্রকল্প তিনি অনুমোদন করেছেন। এর পুরোটাই ব্যবহৃত হয়েছে অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাব্যবস্থার প্রয়োজনে। সূত্র: পরিবর্তন আর/০৭:১৪/০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ed7Iik
April 02, 2018 at 12:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top