ঢাকা, ০৪ এপ্রিল- সরকারি অনুদানের সিনেমা দেবী। এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় আসছে হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র মিসির আলী। এ চরিত্রে চঞ্চল চৌধুরী অন্তর্ভুক্ত হওয়ায় দর্শকের আগ্রহের শেষ নেই।দেবী পরিচালনা করছেন আনম বিশ্বাস। আরো অভিনয় করছেন জয়া আহসান, অনিমেষ আইচ, ইরেশ জাকের ও শবনম ফারিয়া। ছবিটি কেমন করে নির্মাণ হলো? সরকারী অনুদান পেল কেমন করে? কার অনুমতি নিয়ে নির্মাণ করা হলো? এমন বেশ কিছু প্রশ্ন করেছেন হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদ। এ বিষয়ে শীলা আহমেদ একটি দীর্ঘ্য স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। এখানে তিনি লিখেছেন, খবরের কাগজে দেখলাম দেবী ইন্ডিয়াতে আগে মুক্তি পাচ্ছে ! ইন্ডিয়া অথবা বাংলাদেশ, আগে অথবা পরে কোনো কিছুতেই আমার অবশ্য কিছু যায় আসে না। আমার জানতে ইচ্ছা করছে, কে দেবী বানানোর অনুমতি দিয়েছে? আমরা চার ভাইবোন দেইনি। আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল? কীভাবে এটা বানানো হয়ে গেল? কীভাবে এটা মুক্তি পাচ্ছে? খুব দুঃখজনক হলেও এটা সত্যি যে হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার সব কিছুর উত্তরাধিকার তার স্ত্রী আর ছেলেমেয়েরা। সমাজের বিশিষ্ট মানুষের খুব খারাপ লাগলেও কিছু করার নেই যে আমরা চার ভাইবোনই হুমায়ূন আহমেদের ছেলেমেয়ে! আমরা ঞঠ তে গিয়ে হুমায়ূন আহমেদ- হুমায়ূন আহমেদ করছি না, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হুমায়ূন আহমেদকে নিয়ে বক্তব্য দিচ্ছি না, হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী/ মৃত্যুবার্ষিকীতে ফুল দিচ্ছি না দেখে ভাবার কোনো কারণ নেই যে আমাদের আইনগত কোনো অধিকার নেই! আরও পড়ুন:দ্বন্দ্ব-বিভাজনে অনিশ্চিত ভবিষ্যতে ঢাকাই সিনেমা আমাদের ১০০% আইনগত অধিকার আছে বাবার কোনো লেখা সিনেমা/ নাটক/ অনুবাদ হবে কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার। এবং সমাজের বিশিষ্ট মানুষরা- আপনারা যদি হুমায়ূন আহমেদের লেখা নিয়ে নাটক সিনেমা বানান, আপনাদেরও ১০০% দায়িত্ব আছে হুমায়ূন আহমেদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারের অনুমতি নেওয়া। যদি মনে হয় বিশিষ্ট ব্যক্তি বলে এত ঝামেলা করতে পারবেন না, নাম না জানা প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারদের দ্বারে দ্বারে যাওয়া আপনাদের পক্ষে সম্ভব না, তাহলে এক বিয়ে করা কোনো লেখকের গল্প-উপন্যাস থেকে নাটক-সিনেমা বানান! সেরকম খুঁজে পাওয়া তো খুব কঠিন কিছু নয় ভাই! সূত্র: জাগোনিউজ২৪ এমএ/ ১১:০০/ ০৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IuQS16
April 05, 2018 at 05:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top