মুম্বাই, ০৫ এপ্রিল- বাঘি টুর অভাবনীয় সাফল্যে উড়ছেন বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী দিশা পাটানি। অথচ একটা সময় প্রতিকূল অবস্থার সঙ্গে কঠিন লড়াই করতে হয়েছে তাকে। বাদ পড়েছেন কয়েকটি ছবি থেকেও। নিজের সাফল্যের গল্প নিয়ে এখন ২৫ বছর বয়সী এই তারকা নিশ্চয়ই গর্বিত। তেমনটাই বললেন দিশা, আমি খুব ইতিবাচক মানুষ। অভিনয় করতে চাইতাম। সুযোগ পেতে পড়াশোনা ছেড়ে মুম্বাইয়ে চলে এসেছিলাম। কলেজছাত্রী হিসেবে নতুন একটা শহরে এসে থাকা সহজ ব্যাপার নয়। যেখানে সবাই ছিল আমার অচেনা। আমি একা থাকতাম। পরিবারের কাছে কখনও হাত পাতিনি। নিজেই রোজগার করতাম। মুম্বাইয়ে মাত্র ৫০০ রুপি নিয়ে এসেছিলাম। আমার সম্বল বলতে ছিল ওটুকুই। এ অভিনেত্রীর ব্যাংক ব্যালেন্স বলছে তিনি এখন কোটিপতি! ৫০ কোটি রুপির মালিক এই তরুণ তারকা। ছবি প্রতি নেন ২ কোটি রুপি। আর বিজ্ঞাপনে তিনি দাম হাঁকান ১ কোটি রুপিতে! উত্তর প্রদেশের বেরিলি গ্রাম থেকে মুম্বাই আসেন তিনি। শহরটিতে মূলত টিভি বিজ্ঞাপনের মডেল হওয়ার জন্য নিয়মিত অডিশনে অংশ নিতেন দিশা। কাজ না পেলে বাসা ভাড়া কীভাবে দেবেন সেই চাপ নিয়েই কাটতো তার প্রতিটা দিন। তখন কোনও বন্ধুও ছিল না তার। তিনি বললেন, অভিনয়ে আসার আগে আমার জীবন ছিল ছকবাঁধা। কাজ করো, ঘরে ফেরো আর ঘুমিয়ে পড়ো! কাজ না থাকলেও অবশ্য খুব বিরক্ত লাগতো। ভাবতাম আমার কী যে হবে! সেই দিশার এখন অনেক ভক্ত। তার পেছনে সাফল্য ঘুরছে। তাই ধরনা দিচ্ছেন নির্মাতারা। তবে এই পর্যায়ে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে সংগ্রামমুখর পথ। তার কথায়, সেই সময়গুলোতে শিখেছি, ক্যারিয়ারে সঠিক ছবি বাছাইয়ে খুব সতর্ক থাকার বিকল্প নেই। দিশার ভাষ্য, আমার ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই। তাই জানতাম না আমার ছবি সবসময়ই দর্শকদের গ্রহণযোগ্যতা পাবে কিনা কিংবা ব্যর্থ হলে নির্মাতারা আমাকে আবারও সুযোগ দেবেন কিনা। তাই বাড়তি সাবধানতা অবলম্বন করতে হয়েছে আমাকে। ব্যর্থতা কিংবা বাদ পড়ার মধ্যেও শেখার আছে বলে মনে করেন দিশা। তিনি জানান, তার কাজ করার কথা এমন একটি ছবিতে হঠাৎ নেওয়া হয় অন্য নায়িকাকে। ওটাই হতে পারতো বড় পর্দায় তার অভিষেক কাজ। সেই স্মৃতি রোমন্থন করে দিশা বলেছেন, যা হয় ভালোর জন্যই হয়। ক্যারিয়ারের শুরুতেই বুঝেছি, বাদ পড়লে মানসিকভাবে আরও শক্ত হতে হয়। প্রতিবার এমন অভিজ্ঞতা হলে বোঝা যায়, নিজের মধ্যে কিছু কমতি আছে। তখন আরও পরিশ্রম করতে উদ্বুদ্ধ হই। ২০১৬ সালে এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরির মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক হয় দিশার। গত বছর চীন-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত কুংফু ইয়োগায় দেখা গেছে তাকে। এবার এলো বাঘি টু। ২০১৮ সালে বলিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ (২৫ কোটি ১০ লাখ রুপি) আয় করেছে এটি। এখন পর্যন্ত এই ছবির আয়ের পরিমাণ ৮৫ কোটি ২০ লাখ রুপি। এতে তিনি আছেন টাইগার শ্রফের বিপরীতে। চমকপ্রদ ব্যাপার হলো, এবার দেড়শ কোটি রুপি বাজেটের ছবি সংঘমিত্রতে অভিনয় করবেন দিশা। তার চরিত্রটি একজন যোদ্ধা রানির। এজন্য তলোয়ার চালানোর প্রশিক্ষণ নেবেন তিনি। জুলাই থেকে হায়দরাবাদে শুরু হবে এর শুটিং। গত বছর কান চলচ্চিত্র উৎসবে এ ছবি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। তখন নায়িকা ছিলেন শ্রুতি হাসান। পরে তিনি সরে গেছেন। দিশার হাতে আশিকি টু ও এক ভিলেন খ্যাত মোহিত সুরির আগামী ছবিও আছে। এতে তার বিপরীতে থাকবেন আদিত্য রয় কাপুর ও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সনু কে টিটু কি সুইটি তারকা সানি সিং। বাঘি টু ছবির ও সাথী গানের ভিডিও: সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৭:১৪/০৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JiSpbG
April 05, 2018 at 02:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top