ট্রেনের কামরাই প্রসূতি ওয়ার্ড, মানবিকতার নজির সৃষ্টি করল ভারতীয় রেল

সীতাপুর, ১৭ এপ্রিলঃ ফের মানবিকতার নজির সৃষ্টি করল ভারতীয় রেল। প্রসব বেদনায় কাতর এক মহিলার জন্য তড়িঘড়ি ট্রেনের কামরাকেই প্রসূতি ওয়ার্ডে রূপান্তরিত করেন রেল আধিকারিক। তারপর রেলের মহিলা কর্মী, চিকিৎসক এবং কয়েকজন মহিলা যাত্রীর সহযোগিতায় ট্রেনের ওই কামরাতেই সন্তানের জন্ম দেন উত্তরপ্রদেশের এক মহিলা। এরপর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে সদ্যোজাত শিশু এবং মা-কে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান স্থানীয় স্টেশন আধিকারিক। সিনেমার মতো এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুর স্টেশনে জননায়ক এক্সপ্রেস ট্রেনে।

রেল সূত্রে জানা গিয়েছে,  উত্তরপ্রদেশের ওই মহিলার নাম সুমন দেবী।  সন্তান প্রসব করার জন্যই সোমবার রাতে স্বামীর সঙ্গে জননায়ক এক্সপ্রেসে করে গোরখপুর যাচ্ছিলেন। মাঝপথেই তাঁর প্রসব বেদনা শুরু হয়। ট্রেনটি সীতাপুর স্টেশনে থামলে সেখানকার স্টেশন আধিকারিক সুরেশ যাদবের কাছে গিয়ে  সাহায্যের আবেদন জানান সুমনের স্বামী হরি ওম। সেই আবেদনে সাড়া দিয়ে সুরেশবাবু ট্রেনের মধ্যেই সুমনের সন্তান প্রসব করানোর ব্যবস্থা করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vo2iSs

April 17, 2018 at 08:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top