বেটিং কাণ্ডে ধৃত ৩

নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ হাজার কোটির আইপিএলে জুয়াড়িদের রমরমা নতুন কোনো বিষয় নয়। এহেন বেটিং কাণ্ডে দিল্লি পুলিশ তিনজনকে গ্রেফাতার করেছে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচের দিন জুয়াড়িদের তাঁদের নিজেস্ব ডেরা থেকে হাতেনাতে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। পুলিশের জেরার সামনে ধৃতরা অনলাইনে বেটিং চালানোর কথা স্বীকার করে নিয়েছেন। জুয়াড়িদের আস্তানা থেকে ১১টি মোবাইল, একটি টিভি ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। চলতি আইপিএলের প্রথম ম্যাচ থেকেই চক্রটি চলছিল।

এপ্রসঙ্গে দিল্লি পুলিশের এক শীর্ষকর্তা বলেছেন, ‘আমরা তিনজনকে শনিবার গ্রেফতার করি। জেরার মুখে ওরা সেদিনই প্রথমবার বেটিং করার কথা বলেছিল। কিন্তু চক্রটি প্রথম ম্যাচ থেকেই সক্রিয় ছিল।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ETPYsE

April 17, 2018 at 07:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top