যোধপুর, ৬ এপ্রিলঃ সেশনস কোর্টে পেশ করা হয়েছে তাঁর জামিনের আবেদন। জামিনের জন্য পেশ করা হয়েছে ৫১ পাতার আর্জি। জামিনের আবেদনে স্থগিতাদেশ দিয়ে আগামীকাল হবে জামিনের ফয়সলা। অর্থাৎ আজও অভিনেতাকে কাটাতে হবে যোধপুর জেলেই। সলমনের দুই ভাই সোহেল ও আরবাজ খান আজ যোধপুর গিয়েছিলেন জামিনের আবেদন করতে।
কৃষ্ণসার হত্যা কাণ্ডে যোধপুরের জেলেই বৃহস্পতিবার রাত কাটালেন সলমন। তিনি কয়েদি নম্বর ১০৬। ২ নম্বর ব্যারাকের ২ নম্বর সেলে রয়েছেন তিনি।
গত রাত তাঁকে রাখা হয় স্বগোষিত ‘গডম্যান’ আসারাম বাপুর পাশের সেলে। রাতে খেতে দেওয়া হয় ছোলার ডাল, বাঁধাকপির ঘ্যাঁট আর রুটি। কিন্তু তা ছুঁয়েও দেখেননি সলমন। শোয়ার জন্য দেওয়া হয় ৪টি কম্বল। জেল আধিকারিকরা জানান, রাতে মেঝেতে শুয়েছেন তিনি। সলমন পানীয় জল সহ বিশেষ কোনও কিছুর জন্য অনুরোধ জানাননি বলে জানা গিয়েছে। আজ সকালে খেতে দেওয়া হয়েছে ছোলা, গুড় ও এক কাপ চা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hf7dHM
April 06, 2018 at 12:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন