নয়াদিল্লি, ৬ এপ্রিলঃ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিউজ পোর্টাল এবং মিডিয়া ওয়েবসাইটগুলির উপর নিয়ন্ত্রণ ও নজরদারির জন্যে তৈরি করা হয়েছে একটি কমিটি।
চলতি মাসের ৪ তারিখ প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন খবরের ওপর নজরদারির জন্য ১০ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কমিটিতে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ইলেক্ট্রনিক্স ও আইটি-র সচিবরা। এছাড়াও থাকবেন আইনী বিষয়ক মন্ত্রক এবং শিল্প নীতি ও প্রচার বিভাগের সচিবরাও।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদিন অনলাইন খবরের উপর কোনও নিয়ন্ত্রণ ও নজরদারি ছিল না। এই কারণেই তৈরি করা হয়েছে এই বিশেষ কমিটি যারা অনলাইন মিডিয়া ও নিউজ পোর্টালগুলির জন্য তৈরি করবে নিয়ন্ত্রক কাঠামো। এর মধ্যে পড়ছে প্রত্যেক খবরের ওয়েবসাইট, ডিজিটাল ব্রডকাস্টিং, এন্টারটেনমেন্ট সাইটও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EofF4n
April 06, 2018 at 12:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন