হংকংয়ে নীরব, আন্তর্বর্তী গ্রেফতারের অনুরোধ ভারতের

নয়াদিল্লি, ৬ এপ্রিলঃ পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদি লুকিয়ে রয়েছেন হংকংয়ে। তাঁকে অন্তর্বর্তী গ্রেফতারের জন্য অনুরোধ করা হয়েছে সেদেশের সরকারকে। একথা জানালেন বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিংহ। নীরব মোদি ও মেহুল চোকসি এখন কোথায় আছেন? এর উত্তরে রাজ্যসভায় লিখিত জবাবে তিনি জানান, গত ২৩ মার্চ হংকং সরকারকে নীরবকে অন্তর্বর্তী গ্রেফতারের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, পিএনবি জালিয়াতিতে নীরব ও মেহুলের বিরুদ্ধে সিবিআই মামলা দায়ের করার পরই তাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি নীরব ও মেহুলকে নোটিস দিয়ে এক সপ্তাহের মধ্যে তাঁদের জবাব দিতে বলে বিদেশমন্ত্রক। কিন্তু নির্দিষ্ট সময়ে জবাব দিতে না পারায় ২৩ ফেব্রুয়ারি তাঁদের পাসপোর্ট বাতিল করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HcyDhq

April 06, 2018 at 12:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top