শাবি ছাত্র মাহিদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেটে আইনজীবীদের মানববন্ধন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম আব্দুস সালামের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আজ রোববার দুপুরে হাউজিং এস্টেটস্থ কর আইনজীবী সমিতির অফিস সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপ্রিয় চক্রবর্তী, সুলেমান হোসেন খান, মোঃ শফিকুর রহমান, গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, বিধুভূষন ভট্টাচার্য, খায়রুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম আহমদ, মোঃ ফজলুর রহমান, আজিজুর রহমান, মোঃ বাহা উদ্দিন, ছদরুল হাসান চৌধুরী, বিপ্লব চক্রবর্তী, মোঃ কামাল আহমদ, জাহাঙ্গীর আলম, ইফতেখার হোসেন মঞ্জু, আসাদুর রহমান তারেক ও পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহত মাহিদের ফুফু সহকারী অধ্যাপিকা জান্নাত আরা খান পান্না প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মাহিদ ঘটনার সাথে জড়িত চিহ্নিত ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রুত বিচার আইনে আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবি জানান। বক্তারা খুনীদের কোন ধরনের আইনী সহযোগিতা না দেয়ার জন্য সকল আইনজীবীদের প্রতি আহবান জানান।–বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GJDNns

April 01, 2018 at 06:12PM
01 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top