নয়াদিল্লি, ১ এপ্রিলঃ যাত্রী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়া ভারতীয় রেল অবশেষে ঘুড়ে দাঁড়াতে সক্ষম হল। সদ্য শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবর্ষে রেলে ১০০টির কম দুর্ঘটনা ঘটেছে। গত চার দশকে এই প্রথমবার রেল দুর্ঘটনার সংখ্যা কমল। জানা গিয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে সারাদেশে ৭৩ টি রেল দুর্ঘটনা ঘটেছে। গতবছর এই সংখ্যা ছিল ১০৪। পীযুষ গোয়েল রেলমন্ত্রী হওয়ার পর যাত্রী নিরাপত্তার ব্যাপারে অধিক গুরুত্ব দিয়েছিলেন। তাতেই দুর্ঘটনার সংখ্যা ১০০-র নীচে নেমে এসেছে বলে মনে করা হচ্ছে। এবছর বাজেটে শুধুমাত্র যাত্রীসুরক্ষা খাতে ৭২৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতবছর এই খাতে বরাদ্দ হয়েছিল ১৯৩৩ কোটি টাকা। রেলের ট্র্যাকগুলির আধুনিকীকরণ, বিশ্বমানের সিগন্যালিং ব্যবস্থা, ইলেকট্রনিক ইনটারলকিং, ট্রেন প্রোজেকশন, ওয়ার্নিং সিস্টেম এবং ফগ পাস ডিভাইডারের পাশাপাশি কোচগুলিও ধীরে ধীরে বদলানোর পথে হাঁটছে রেল। আইসিএফ কোচের পরিবর্তে এলএইচবি কোচের ব্যবহার বাড়ানো হচ্ছে। আর তাতেই দুর্ঘটনা কমছে বলে দাবি রেলকর্তাদের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GONW2g
April 01, 2018 at 10:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন