আইসিআইসিআই কাণ্ডে সাফাই ভিডিয়োকন কর্তার

মুম্বই, ১ এপ্রিলঃ আইসিআইসিআই ব্যাংক থেরে ৩২৫০ কোটি টারা ঋণ নেওয়ার ব্যপারে মুখ খুললেন ভিডিয়োকন কর্তা বেনুগোপাল ধুত। তিনি বলেন, ১২ সদস্যের যে কমিটি ভিডিয়োকন গোষ্ঠার ঋণ মঞ্জুর করেছিল সেই কমিটির সমস্ত সদস্যকে তিনি চিনতেন। তাঁর মতে, দু’জন ব্যক্তির মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তাকার অর্থ এই নয় যে, তাঁরা কোনো অপরাধমূলক কাজকর্মে যুক্ত। আইসিআইসিআই ব্যংকের সিইও তথা এমডি চন্দা কোচারের স্বামী দীপক কোচারের সঙ্গে গাঁটছড়া বেঁধে একটি সংস্থা তৈরি করেছিলেন ভিডিয়োকন কর্তা। পরে দীপকের হাতে ওই সংস্থার মালিকানা তুলে দেন তিনি। খনর অনুযায়ী, আইসিআইসিাই ব্যাংক থেকে ভিডিয়োকনের ৩২৫০ কোটি টাকার ঋণ নেওয়ার ক্ষেত্রে স্বার্থের সম্পর্ক ছিল। অভিযোগ, ওই ঋণের সিংহভাগই বকলমে চন্দা এবং দীপকের কাছ থেকে গিয়েছিল। ওই ঋণ থেকে সুবিধা পেয়েছিল কোচার পরিবারই। তবে সিবিআই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GMFNel

April 01, 2018 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top