জমি অধিগ্রহণ ঘিরে বিক্ষোভ গুজরাটে, গ্রেফতার ৫০ কৃষক

আমেদাবাদ, ১ এপ্রিলঃ গুজরাটে কয়লাখনির জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ বাড়ানোর দাবিতে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। রবিবার ভাবনগরে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী। পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে হয়েছে। ৫০ জন কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। ২০ বছর আগে কয়লাখনির জন্য ভাবনগরের গোঘা তালুকের ১২ টি গ্রামের ৩,৩৭৭ একর জমি অধ্গ্রহণ করেছিল গুজরাট পাওয়ার কর্পোরেশন। সরকারি সংস্থাটির দাবি, সে সময় প্রায় ১,২৫০ জন কৃষককে ক্ষতিপূরণ দিয়েই জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু দু’দশক কেটে গেলেও কয়লা তোলার কাজ শুরু হয়নি। জমি কৃষকদের দখলেই থেকে যায়। কয়েকমাস আগে গোঘায় কয়লা তোলার উদ্যোগ নেয় কর্পোরেশন। এর বিরুদ্ধে আন্দোলনে নামে কৃষকরা। ২০১৩ সালের নতুন ভূমি অধিগ্রহণ আইন অনুসারে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তাঁরা।                                                                                         



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Il5Zdf

April 01, 2018 at 11:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top