এনকাউন্টার থেকে বাঁচতে ‘পরামর্শ’ পুলিশের

লখনউ, ১৫ এপ্রিলঃ যোগী জামানায় উত্তরপ্রদেশকে অপরাধমুক্ত করার জন্য রাজ্যজুড়ে পুলিশের এনকাউন্টার অভিযান শুরু হয়েছে। এবার এক প্রাক্তন ব্লক প্রমুখকে এনকাউন্টার থেকে বাঁচার পরামর্শ দিতে গিয়ে অস্বস্তির মুখে  উত্তরপ্রদেশ পুলিশ। একটি অডিও ক্লিপে জানা যায়, মৌনরানিপুর থানার আধিকারিক সুনীত কুমার সিং প্রাক্তন ব্লক প্রমুখ লেখরাজ সিং যাদবকে এনকাউন্টার থেকে বাঁচার জন্য স্থানীয় বিজেপি নেতাদের কাছে আস্রয় নেওয়ার পরামর্শ দেন। ওই অডিও ক্লিপটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তাতে শোনা গিয়েছে, লেখরাজকে সুনীত কুমার সিং বলেছেন, ‘এনকাউন্টার পর্ব চলছে। আপনার মোবাইল নম্বরের উপর নজরদারি চালানো হচ্ছে। খুব শীঘ্রই আপনি খুন হবেন। আমার মতে, আপনি জেলা বিজেপি সভাপতি সঞ্জয় দুবে এবং বাবিনার বিজেপি বিধায়ক রাজীব সিং পারিচার সঙ্গে যোগাযোগ করুন।’ উত্তরপ্রদেশ পুলিসের এক আধিকারিকের মুকে এদেন কথাবার্তা শুনে বিপাকে পড়েছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। ঝাঁসি এসএসপি বিনোদ কুমার সিং ইতিমধ্যেই এঘ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।           



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HCINYT

April 15, 2018 at 07:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top