গোল্ড কোস্ট, ১৫ এপ্রিলঃ ২০১৮ কমনওয়েলথ গেমসে ২৬টি সোনা এবং ২০টি করে রুপো ও ব্রোঞ্জ নিয়ে তৃতীয় সর্বোচ্চ পদক পেল ভারত। ২০০২ সালে ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত হওয়া কমনওয়েলথ গেমসে ৩০টি সোনা সহ ৬৯টি পদক পেয়েছিল ভারত। সেবার ভারত ছিল চতুর্থ স্থানে। ২০১০ সালে নয়াদিল্লিতে এসেছিল ৩৮টি সোনা সহ ১০১টি পদক। সেবার ভারত শেষ করেছিল দ্বিতীয় স্থানে। ১৯৩৪ থেকে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত ভারত ১৮১টি সোনা, ১৭৪ রূপো ও ১৪৮টি ব্রোঞ্জ পেয়েছে। মোট পদকসংখ্যা ৫০৪।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HF9M6g
April 15, 2018 at 08:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন