গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল হোটেল, মৃত অন্তত ১০

ইন্দোর, ১ এপ্রিলঃ গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল মধ্যপ্রদেশের ইন্দোরের একটি হোটেল। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ইন্দোরের সারওয়াট এলাকার একটি চারতলা বাড়ির মধ্যে চলত ওই হোটেলটি। বয়সের ভারে জীর্ণ হয়ে গেলেও বাণিজ্য এলাকার মধ্যে হওয়ায় ও কাছেই রেল স্টেশন থাকায় হোটেলটিতে লোকের ভিড় ভালোই থাকত। শনিবার রাত সাড়ে নটা নাগাদ একটি গাড়ি এসে ধাক্কা মারে ওই বাড়িটিতে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল এসে ধ্বংসস্তূপের তলা থেকে একের পর এক দেহ উদ্ধার করতে শুরু করে। এখনও কতজন ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে, তা জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছে সেই সংখ্যাটা কুড়ি জনেরও বেশি হতে পারে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের হাতে দুলক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pS9iRE

April 01, 2018 at 11:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top