যাত্রী নেই, প্রথম দিনেই বাতিল এসি টয় ট্রেন

শিলিগুড়ি, ১ এপ্রিলঃ যাত্রা শুরুর প্রথম দিনেই ধাক্কা খেল দার্জিলিংয়ের এসি টয় ট্রেন। একজন যাত্রীও এসি কোচে টিকিট বুকিং না করায় বাতিল করতে হল এসি টয় ট্রেন। শেষ পর্যন্ত দুটি সাধারণ কোচে ১০ জন যাত্রীকে নিয়েই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। টয় ট্রেন যাত্রা আরও মনোরম করতে ও বিদেশি পর্যটকদের কথা ভেবে টয় ট্রেনে এসি কোচ জোড়ার পরিকল্পনা করেছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। কিছুদিন আগে এসি কোচ নিয়ে প্রস্তুতিও সারা হয়। আজ রবিবার থেকে এসি কোচ নিয়ে টয় ট্রেনের যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু কেউ এসি কোচে টিকিট কাটার আগ্রহ দেখায়নি। এসি কোচের ভাড়া ৪ হাজার টাকা হওয়াতেই কেউ টিকিট কাটেনি বলে মনে করছেন অনেকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GoAiTZ

April 01, 2018 at 11:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top