জয়ার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন ‘জাতিস্বর’-খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি……..

সুরমা টাইমস ডেস্ক::          কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। কেউ কেউ মনে করেন কলকাতায় সৃজিতের সঙ্গে একই ছাদের নিচে বসবাস করেন জয়া। জয়া আহসান এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আগেই।

সৃজিত মুখার্জির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে জয়া উত্তর দিয়েছিলেন, ‘এটা পুরোটাই গুজব। তিনি একজন গুণী নির্মাতা। তার সঙ্গে সবাই কাজ করতে চায়। আমিও চাই। তার একটি নতুন ছবিতে কাজ করছি আমি। এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।’

এবার মুখ খুললেন ‘জাতিস্বর’-খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জি। ভারতের এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সৃজিত বলেন, ‘জয়ার মতো অভিনেত্রী, জয়ার মতো মানুষ, জয়ার মতো নারী আমি খুব কম দেখেছি। এই সম্পর্ক বন্ধুত্ব, প্রেম বা তার চেয়েও বেশি কিছু।’

বিয়ের বিষয়ে জানতে চাইলে সৃজিত বলেন, ‘কার সঙ্গে, কবে বিয়ে হবে জানি না। তবে আমি বিয়ে করব, ভেবেই প্রেম করতে চেয়েছি। এমনও হয়েছে, কোনো আবেগঘন মুহূর্তে কেউ বলে ফেলেছে, ‘কাস্টিং-টা কী হলো?’ তার ছিঁড়ে গেছে সেই দিন। প্রেম আর কাজ আমি জীবনেও গুলিয়ে ফেলিনি।’

কাজের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে সৃজিত বলেন, ‘বাবা চলে গেল যেদিন, শ্মশানে ওই চিতাভস্ম হাতে নিয়ে বুঝেছিলাম, সব ফুরিয়ে যাবে থেকে যাবে কাজ।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2vqNF0J

April 19, 2018 at 08:04PM
19 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top