নতুন প্রেমিকের সাথে নার্গিস ফাখরির চুমুর ছবি ভাইরাল…….!

সুরমা টাইমস ডেস্ক::      গত বছর গুঞ্জন রটেছিল বলিউড তারকা উদয় চোপড়া ও নার্গিস ফাখরি বিয়ের পিঁড়িতে বসছতে যাচ্ছেন। শোনা গিয়েছিল তারা দুজনই একই বাংলোতে থাকছেন। তবে হঠাৎ করেই নতুন বছরের শুরুতে জানা গেল নতুন প্রেম করছেন নার্গিস ফাখরি, আর এই গুঞ্জন ছড়িয়ে যাওয়ার পর নিজেদের সম্পর্ক ভাঙ্গার খবর জানালেন উদয় চোপড়া।

তবে নতুন প্রেমিকের বিষয়টি প্রথমে স্বীকার করতে চাননি নার্গিস, এবার প্রকাশ্যে এলো আমেরিকান পরিচালক ম্যাট এ্যালোঞ্জোর সাথে নার্গিস ফাখরির সখ্যতার বিষয়টি।

গত ১৬ই এপ্রিল ছিল এ্যালোঞ্জোর জন্মদিন আর সেদিনের দুজনের একটি চুমুর ছবি ভাইরাল হয়েছে অন্তর্জাল জগতে। যেখানে দেখা যায় জন্মদিন উদযাপনে একটি ক্লাবে অবস্থান করছেন নার্গিস ও এ্যালোঞ্জো। আর সেখানেই তাদের বেশ কয়েকটি চুমুর ছবি তোলা হয় আর সেগুলোই এখন ছড়িয়ে পড়েছে।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2J8ThyH

April 19, 2018 at 08:10PM
19 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top