২,৬৫৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৩

উদয়পুর, ১৮ এপ্রিলঃ ভুল তথ্য দিয়ে ১১টি ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। বুধবার রাজস্থানের উদয়পুরের হোটেল থেকে তাদের ধরা হয়। ধৃতরা হল এসএন ভাটনাগর ও তার ২ ছেলে অমিত ও সুমিত ভাটনাগর। তারা সকলেই ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার নামে একটি সংস্থার কর্ণধার। সংস্থাটি বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করত।

সিবিআই জানিয়েছে, ধৃতরা ২০০৮ সালে ১১টি সরকারি ও বেসরকারি ব্যাংকের কনসর্টিয়াম থেকে বড়ো অঙ্কের ঋণ নিয়েছিল। ঋণ পেতে সংস্থার আয় ব্যয়ের হিসেবেও জালিয়াতি করা হয়। ২০১৬ সালের জুন মাস পর্যন্ত ভাটনাগরদের কাছ থেকে ব্যাংকগুলির পাওনার পরিমাণ দাঁড়ায় ২,৬৫৪ কোটি টাকা। ওই বছরই অলাভজনক সংস্থার তালিকায় চলে যায় ডায়মন্ড পাওয়ার। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ব্যাংকগুলি পুলিশে অভিযোগ জানায়।

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে এসএন ভাটনাগর ও তার ২ ছেলেকে গ্রেফতার করে সিবিআই। এদিন অভিযানে সিবিআইয়ের সঙ্গে ছিলেন গুজরাট পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী শাখার (এটিএস) আধিকারিকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J8dLaZ

April 18, 2018 at 08:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top