বিশ্বনাথে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের : প্রবাসী জেলহাজতে

DSC_0192বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি  :: সিলেটের বিশ্বনাথে ১৫বছর বয়সী কিশোরিকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দুবাই প্রবাসী দু’সন্তানের জনক আছর আলী উরফে আফছর (৩৫) কে প্রধান আসামী করে নির্যাতিত কিশোরীর পিতা বাদী বুধবার (১৮এপ্রিল) এই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর আটককৃত আছর আলী উরফে আফছরকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আছর আলী উরফে আফছর বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মসকন্দর আলীর পুত্র। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।
পাষবিকতার শিকার হওয়া কাদিপুর গ্রামের ওই কিশোরীর হতদরিদ্র পিতা জানান, তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করেন। গত শনিবার (পহেলা বৈশাখ) দুপুরে কাদিপুর গ্রামের বাড়িতে দাদীর কাছে মেয়েকে (নির্যাতিতা কিশোরী) রেখে কিশোরীর মা তার সঙ্গে (কিশোরীর পিতা) সঙ্গে দেখা করতে ধনপুর গ্রামে যান। ঐ দিন বিকেল ৪টায় কিশোরীর দাদী হাওর থেকে গরু নিয়ে আসতে বাড়ির বাহিরে গেলে এই সুযোগকে কাজে লাগিয়ে কিশোরীর বসত ঘরে প্রবেশ করে পার্শ্ববর্তি বাড়ির বাসিন্দা দুবাই প্রবাসী আছর আলী জোরপূর্বকভাবে তাকে পাষবিক নির্যাতন করে। এসময় প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে আছর আলী পালিয়ে যায়। ঘটনার পর থেকে নির্যাতিতা কিশোরীর পিতাকে ভয়ভিতি দেখিয়ে স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে একপর্যায়ে মঙ্গলবার (১৭এপ্রিল) রাতে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। তাৎক্ষণিকভাবে রাত সাড়ে ১১টায় থানার এসআই রাকিবুল হাসান ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত আছর আলীকে আটক করে এবং ভিকটিমকে থানায় নিয়ে আসেন। বুধবার (১৮এপ্রিল) নির্যাতিত কিশোরীর পিতা বাদী হয়ে আটককৃত আছর আলী উরফে আফছরকে আসামী করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করলে দুপুরে আটককৃতকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত প্রবাসী আছর আলী উরফে আফছর দুই সন্তানের জনক বলে জানা গেছে।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2HJ72EF

April 18, 2018 at 08:29PM
18 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top