সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দুবছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো নিয়ে ব্যস্ত থাকাকালীন প্রিয়াঙ্কা নিয়মিত ভারতে ফিরলেও বলিউডের কোনো ছবিতে অভিনয় করেননি। তিনি বলছিলেন, ভাল চিত্রনাট্য পাচ্ছেন না। এখন তিনি তার দ্বিতীয় হলিউডি ছবি দ্য কিড লাইক জ্যাক নিয়েও ব্যস্ত। এরই মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, দুবছর পর বলিউডের সিনেমায় অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা। সালমান খানের হাত ধরেই আবারো বলিউডে কামব্যাক করছেন এ নায়িকা। আব্বাস আলী জাফর পরিচালিত ভারত ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। প্রিয়ঙ্কা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ছবির নাম ভারত। আমি সালমান এবং আলি আসগরের সঙ্গে শুটিং শুরু করার জন্য অপেক্ষা করছি। এর আগে যখন ওদের সঙ্গে কাজ করেছি অনেক কিছু শিখেছি। এ বার সেই সুযোগ পাব আশা করি। আমাকে সাপোর্ট করার জন্য সব অনুরাগীকে ধন্যবাদ। খুব তা়ড়াতাড়ি আমাকে সিনেমায় দেখতে পাবেন। গত সোমবার থেকে মুম্বইতে ভারত-এর শুটিং শুরু করেছেন সালমান খান। আলি আব্বাস জাফরের পরিচালনায় ভারত ২০১৪-র সাউথ কোরিয়ান ছবি ওদে টু মাই ফাদার-এর অনুকরণ। আরও পড়ুন: মেয়ের অভিষেকে গর্বিত অমিতাভ উল্লেখ্য, ২০১৬-এ মুক্তি পেয়েছিল প্রিয়াঙ্কার সর্বশেষ বলিউডি ছবি জয় গঙ্গাজল। অন্যদিকে সালমান-প্রিয়াঙ্কা শেষ বার জুটি বেঁধেছিলেন ২০০৮-এ মুক্তিপ্রাপ্ত গড তুসি গ্রেট হো ছবিতে। তাই দীর্ঘ ৯ বছর পর এ জুটিকে আবারো একসঙ্গে দেখতে মুখিয়ে দর্শকরা। তথ্যসূত্র: গো নিউজ২৪ এআর/২০:১৮/১৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H916YH
April 19, 2018 at 02:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top