বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: দৈনিক যুগান্তর অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে সৃষ্ট ঘটনার বিরোধ আপোষে নিষ্পত্তি করা হয়েছে। রবিবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় রামসুন্দর অগ্রগামী মডেল সরকারী হাই স্কুলে হল রুমে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের এক সভায় এ বিরোধ নিষ্পত্তি করা হয়।
সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট এএইচএম ফিরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা অভিযোগ করেন-পুলিশের দেয়া ভুল তথ্যের কারণে এবং আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতার নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় বিরুধের সূত্রপাত হয়। যে কারণে যুবলীগ নেতা রুহেল খান সাংবাদিক আশিক আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি জিডি করলে (নং-২৮৬, তাং-০৫/০৪/২০১৮) তা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যে কোনো সংবাদের তথ্য উপাত্য যাচাই করে নিউজ প্রদান এবং সাংবাদিকদের বিরুদ্ধে কটুক্তি করায় উভয়পক্ষ দু:খ প্রকাশ করেন। সভায় যুবলীগ নেতা রুহেল খান প্রকাশিত সংবাদের সাথে তার কোনো সম্পৃৃক্ততা নেই বলে দাবী করেন এবং তিনি সকল সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সহায়তা কামনা করেন। সভায় সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থাকারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিরুধ নিষ্পত্তি সভায় বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আ.লীগ নেতা ওয়ারিছ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, সাংবাদিক তজম্মুল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, জাহাঙ্গীর আলম খায়ের, মোসাদ্দিক হোসেন সাজুল, এমদাদুর রহমান মিলাদ, আশিক আলী, মোহাম্মদ আলী শিপন, রুহেল উদ্দিন, অসিত রঞ্জন দেব, মো. আবুল কাশেম, কামাল মুন্না, আব্দুস সালাম প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2uWdW6V
April 09, 2018 at 12:12AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.