দাদুর সাজে ক্রিকেট মাঠে ব্রেট লি

মুম্বই, ২৯ এপ্রিলঃ মুখ ভরতি দাড়ি নিয়ে দাদু সেজে মুম্বইয়ে একটি ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার ব্রেট লি বাচ্চাদের সঙ্গে মেতে উঠলেন ক্রিকেটে। ব্যাট হাতে ছক্কা হাঁকানোর পর, বল হাতেও সেই পুরোনো ছন্দে দেখতে পাওয়া গেল তাঁকে।  প্রথমে কেউ চিনতেই পারেনি তাঁকে। পরে অবশ্য তাঁর বোলিং করার স্টাইল দেখে অনেক খুদেই আন্দাজ করে নিয়েছিল যে এই দাদু যে সে দাদু নয় স্বয়ং ব্রেট লি।  ২০১২ সালে ক্রিকেট ছেড়েছেন লি। বর্তমানে আইপিএলে ধারাভাষ্য করছেন তিনি।  সাধারণ মানুষ যাতে তাঁকে চিনতে না পারে তাই ছদ্মবেশ ধারণ করেছিলেন বিঙ্গা। কিন্তু বেশ কিছুক্ষণ খেলার পর নিজের পরিচয় আর গোপন রাখেননি তিনি।  কিছুক্ষণ খেলার পরেই ছদ্মবেশ থেকে বেরিয়ে আসেন তিনি। তাঁকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠে খুদে ক্রিকেটাররা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HDlmOh

April 29, 2018 at 06:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top