মুম্বাই, ২৯ এপ্রিল- বলিউড জুড়ে এখন দুটি বিয়ে নিয়ে আলোচনার ঝড় বইছে। একটি হচ্ছে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে। যেটা ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। আর অন্যটি হচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে। চুটিয়ে প্রেম করলেও যেমন তারা স্বীকার করছেন না, তেমনি চুপি চুপি বিয়ের পরিকল্পনাও সেরে ফেলেছেন কাউকে না জানিয়েই। তবে তারকা বলে কথা, ব্যক্তিগত বিষয়গুলোও কি আর গোপন থাকে! তাই যেন হয়েছে। ফাঁস হয়ে গেছে রণবীর-দীপিকার বিয়ের পরিকল্পনা। ভারতের বেশ কিছু গণমাধ্যমে দীপবীরের বিয়ের আপাদমস্তক পরিকল্পনা প্রকাশ হয়েছে। যদিও সেটাকে নিশ্চিতভাবে বলা হচ্ছে না। কেবল গুঞ্জন হিসেবেই প্রকাশ করা হয়েছে। শোনা যাচ্ছে, রণবীর-দীপিকার মা-বাবা নাকি একসঙ্গে বসে বিয়ের আলোচনা সেরে ফেলেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা কোথায় সম্পন্ন হবে, কোথায় সংবর্ধনা হবে, সেসব স্থানও নাকি চূড়ান্ত। সূত্র বলছে, আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই মালাবদল করবেন রণবীর-দীপিকা। মুম্বাই ও বেঙ্গালুরুতে আলাদাভাবে দীপিবীরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিয়ের গয়নাও কিনে ফেলেছেন দীপিকা। ফলে তাদের বিয়ের সানাই বাজা যে এখন কেবল সময়ের অপেক্ষা, তা বুঝতে বাকি নেই কারোর। আরও জানা গেছে, ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে হিন্দু মতে বিয়ে করবেন দীপিকা-রণবীর। ব্যক্তিগত এই অনুষ্ঠানে বলিউডের কোনও তারকাই নাকি থাকবেন না। পরে রিসেপশনে অন্যান্য বন্ধু, সহকর্মী ও আত্মীয়দের আমন্ত্রণ জানাবেন এই জুটি। আরও পড়ুন:কে এই তুমুল জনপ্রিয় কে ডি পাঠক? এদিকে বিয়ের পর থাকার জন্য বাড়িও নাকি খুঁজছেন দীপিকা ও রণবীর। সম্প্রতি তারা দক্ষিণ মুম্বাইয়ে একটি বাড়ি পছন্দ করেছেন। সেখানে আবার সদ্য বিবাহিত বিরাট কোহলি ও আনুশকা শর্মা থাকেন। অর্থাৎ কিছু দিন পর তারা হতে চলেছেন প্রতিবেশী। এতো সব গুঞ্জনের দিকে একেবারেই ভ্রূক্ষেপ করছেন না রণবীর বা দীপিকা কেউই। তাদের মতে, বিয়ের সময় হলে নিজেরাই সেটা জানাবেন। আপাতত তারা সিনেমার কাজ নিয়ে তুমুল ব্যস্ত আছেন। আর/১৭:১৪/২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HAz3gT
April 30, 2018 at 12:44AM
29 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top