নয়াদিল্লি, ২৪ এপ্রিলঃ ভারত ও চিন এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়। হাতে আর মাত্র দু’দিন। বহু কাঙ্ক্ষিত মোদি-শি ঘরোয়া আলোচনা হতে চলছে আগামী ২৭ ও ২৮ এপ্রিল। চিনের উহান প্রদেশের ইস্ট লেক শহরে মাও জে দং-এর বাসভবনে বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নয়াদিল্লি থেকে সোজা উহানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিন সফরে তাঁর সঙ্গে পদস্থ আধিকারিকদের একটি দলও যাবে। তাঁদের সঙ্গে থাকবেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
এক কেন্দ্রীয় আধিকারিক জানিয়েছেন, ‘চলতি সপ্তাহে নরেন্দ্র মোদি ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হবে সরাসরি। সেখানে দ্বিতীয় কোনো সরকারি ব্যক্তি থাকবেন না। থাকবেন শুধু দু’জনের তরফে ব্যক্তিগত দোভাষীরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K6iafT
April 24, 2018 at 07:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন