জন্মদিনে শচীনকে অসম্মান ক্রিকেট অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ২৪ এপ্রিলঃ শচীনের জন্মদিনে তাঁকে অসম্মান করায় ভারতীয় ক্রিকেট অনুরাগীদের তোপের মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আজই ৪৫-এ পা রেখেছেন শচীন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে দেশ-বিদেশে ক্রিকেটার ও ক্রিকেট সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন তিনি।

শচীনের সঙ্গে একইদিনে জন্মদিন শেয়ার করেন অস্ট্রেলিয়ান প্রাক্তন পেস বোলার ড্যামিয়েন ফ্লেমিংও। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইট বার্তায় ফ্লেমিংয়ের জন্মদিন উপলক্ষ্য শুভেচ্ছাবার্তা দেওয়া হলেও শচীনে সম্পর্কে কোনও উল্লেখ করা হয়নি। উলটো ফ্লেমিংয়ে জন্মদিন উপলক্ষ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার শুভেচ্ছাবার্তায় ফ্লেমিং শচীনকে বোল্ড করছেন এমন ভিডিয়ো পোস্ট করা হয়েছে।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের এহেন ব্যবহারে বেজায় চটেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এই পোস্টের তুমুল সমালোচনা করেছেন ভারতীয় নেটিজেন। অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি সচিনের চেয়েও বড়ো ক্রিকেটার ড্যামিয়েন? সচিনের জন্মদিনে সচিনকে আউট করার ভিডিও প্রচার করে সেই বার্তাই কি দিয়ে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া? শুধু তাই নয় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের এই আচরণকে ক্রিকেটবিশ্বের শচীন অনুরাগীরা ধিক্কার জানিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Hn9qEu

April 24, 2018 at 07:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top