ঢাকা, ০২ এপ্রিল- দ্রোহ ও রোমান্টিকতার কবি নির্মলেন্দু গুণ ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনির রূপের প্রেমে পড়েছেন। তিনি নায়িকাকে বাংলাদেশের সুচিত্রা সেন বলে অভিহিত করলেন। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্নজালে পরীমনি শিরোনাম দিয়ে নির্মলেন্দু গুণ একটি ছোট্ট স্ট্যাটাস দেন। এতে কবি লিখেন, কবিতাকুঞ্জের আজীবন সদস্য, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনি অভিনীত পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র স্বপ্নজাল আগামী ৬ এপ্রিল মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। আমি এই ছবিটির কিছু ট্রেলর বিভিন্ন টিভি চ্যানলের ছোট পর্দায় দেখেছি। পরীমনি দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর অভিনয় করেছেন স্বপ্নজাল সিনেমায়। ওর সুন্দর মুখ থেকে চোখ ফেরানো কঠিন। সৌন্দর্যের একটা সুষম বিকাশ আছে ওর দেহাবয়বে। আরও পড়ুন:এভ্রিলের বাল্যবিয়ে, যেন এক মর্মস্পর্শী বেদনাময় কাহিনী তিনি আরও লিখেন, আমার ইচ্ছে আছে সিনেমা হলে গিয়ে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত পরীমনির এই ছবিটি বড় পর্দায় দেখার। আপনারাও সিনেমা হলে গিয়ে স্বপ্নজাল ছবিটি দেখুন। আমাকে আপনাদের পাশে পাবেন। ধন্যবাদ পরীমনি। তুমি আমাদের সুচিত্রা সেন। তোমার স্বপ্নজাল আমাদের সকলের হৃদয় জয় করুক-এই প্রার্থনা করি। আগামী ৬ এপ্রিল ঢাকাসহ দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে স্বপ্নজালছবিটি। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দর্শকনন্দিত সিনেমা মনপুরা মুক্তির নয় বছর পর স্বপ্নজাল সিনেমাটি দেখতে পারবেন দর্শকেরা। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে। স্বপ্নজালছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/০২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2H452Xn
April 03, 2018 at 06:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top