ঢাকা, ০২ এপ্রিল- অভিনেতা আহমেদ শরীফকে চেক জালিয়াতির একটি মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. ইমান আলী শেখ এ রায় দেন। এ মামলার বাদী মোশারফ হোসেন সুমন জানান, প্রায় এক লাখ ৬৭ হাজার টাকা চেক প্রতারণার অভিযোগে ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন তিনি। ওই মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তৎকালীন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত। পরে আহমেদ শরীফ জামিন নিলে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে। মোশারফ আরো জানান, এ মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষ হলে বিচারক আজ মামলাটিতে রায় দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জানা যায়, মামলার বাদী মোশারফ হোসেন অভিনেতা আহমেদ শরীফের কাছে এক লাখ ৬৭ হাজার টাকা পাবেন। এ জন্য আহমেদ শরীফ তাঁকে চেক দেন। ২০১৪ সালের ২২ মে মোশারফ চেকটি উত্তরার একটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যান (ডিজঅনার) হয়। দ্বিতীয় বারের মতো মোশারফ একই বছরের ১১ ডিসেম্বর চেকটি জমা দিলে সেবারও তা প্রত্যাখ্যান হয়। দেশের চলচ্চিত্র ও নাটকে কয়েক দশক ধরে অভিনয় করছেন আহমেদ শরীফ। খল চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছেন। সূত্র: এনটিভি অনলাইন আর/১০:১৪/০২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EfYzFD
April 03, 2018 at 04:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন