এটিএম থেকে বেরোলো বাচ্চাদের খেলনা ৫০০ টাকার নোট

নয়াদিল্লি, ২৫ এপ্রিলঃ এটিএমগুলিতে নগদ সংকটের রেশ কাটতে না কাটতেই ফের বাচ্চাদের খেলনা নোট বেরোনোর খবর সামনে এল। উত্তরপ্রদেশের বরেলির সুভাষনগরে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম থেকে তিন ব্যক্তি পেলেন ৫০০ টাকার নকল নোট।

অশোক পাঠক নামে বরেলির বাসিন্দা টাকা তোলার পর একটি ৫০০ টাকার নকল নোট পান। ওই নোটের ওপর লেখা ‘চিলড্রেন্স ব্যাংক অফ ইন্ডিয়া’। আরও দুজন ওই একই ধরনের নকল নোট এটিএম থেকে পেয়েছেন। জানা গিয়েছে, ওই তিনজন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে অভিযোগ জানান। ম্যানেজার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেছেন।

উল্লেখ্য, এটিএম থেকে নকল নোট বেরোনোর ঘটনা নতুন নয়। গত বছরই দিল্লির দুটি এটিএম থেকেও ২০০০ টাকার নকল নোট বেরিয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KeytHl

April 25, 2018 at 03:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top