ঢাকা, ২৫ এপ্রিল- ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ভার্সনে দুই অধিনায়ক রেখে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের জাতীয় নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ফরমেটের জন্য দল একই থাকলেও ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন রুমানা আহমেদ আর টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করবেন সালমা খাতুন। আসন্ন সফরে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রুমানা-সালমারা। দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে আগামী ২৮ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ মহিলা দল। ওয়ানডে সিরিজের আগে ২ মে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে প্রমীলারা। ৪ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের চারটি ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৯, ১১ ও ১৪ মে। আরও পড়ুন: পূর্বাচলের পুরো জায়গাই পাচ্ছে বিসিবি ওয়ানডে সিরিজ শেষে ১৭ মে থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। ১৯ ও ২০ মে হবে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি। ২১ মে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। বাংলাদেশ দল রুমানা আহমেদ (অধিনায়ক ওয়ানডে সিরিজ), সালমা খাতুন (অধিনায়ক টি-টোয়েন্টি সিরিজ), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম। তথ্যসূত্র: আরটিভি আরএস/০৯:০০/২৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qXqFkB
April 25, 2018 at 08:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন