মৃতেরও মর্যাদা আছেঃ সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ২৪ এপ্রিলঃ ধর্ষিতার নাম-পরিচয় প্রকাশের ব্যাপারে কঠোর অভিমত জানাল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মৃতেরও মর্যাদা থাকে। নাম প্রকাশ করে তাঁদের লজ্জা দেওয়া যায় না। বেঞ্চ জানিয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, যৌন নিগ্রহের শিকার বা বলি কোনো মহিলার নাম-ধাম সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে যাচ্ছে।

সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিংহ একটি শুনানিতে যৌন নিগ্রহে নির্যাতিতার পরিচয় প্রকাশ করা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ২২৮-এ ধারার উল্লেখ করেন। সুপ্রিম কোর্ট বলেছে, যেক্ষেত্রে ধর্ষিতা বেঁচে রয়েছে, নাবালিকা বা মানসিক ভাবে সুস্থ নয়, সেক্ষেত্রেও তার পরিচিতি প্রকাশ করা ঠিক নয়। কারণ তারও গোপনীয়তার অধিকার আছে, গোটা জীবনটা ‘কলঙ্কের বোঝা’ মাথায় নিয়ে সে বেঁচে থাকতে পারে না।
বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে, মৃতের মর্যাদার কথাটাও ভাবা প্রয়োজন। তাদের নাম, পরিচিতি প্রকাশ না করেও মিডিয়ায় রিপোর্ট করা যায়। মৃতেরও সম্মান রাখতে হয়।
উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট গত সপ্তাহে ১২টি মিডিয়া হাউসকে নির্দেশ দেয়, কাঠুয়ায় ধর্ষিতার নামধাম বিস্তারিত প্রকাশ করায় তার পরিবারকে মাথাপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে তারা। মিডিয়া সংস্থাগুলি এজন্য ক্ষমাও চেয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HqdnnK

April 24, 2018 at 10:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top