নিরামিশই সুস্বাস্থ্যের গোপন কথা, দাবি কেন্দ্রীয় মন্ত্রকের

নয়াদিল্লি, ২৪ এপ্রিলঃ দেশবাসী কী খাবেন তাও ঠিক করে দেবেন কেন্দ্রীয় সরকার! কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের করা একটি ট্যুইটকে কেন্দ্র করে মনে হচ্ছে তাই হতে চলেছে।

মন্ত্রকের তরফে ট্যুইট করে বলা হয়েছে, একমাত্র নিরামিষ খাবারেই রয়েছে স্বাস্থ্যের ভাণ্ডার। এই ট্যুইট ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রতিবাদের ঝড়।
ট্যুইটের সঙ্গে ছিল একটি গ্রাফিক ইমেজ। যেখানে পাশাপাশি দু’জন মহিলার শরীর দেখানো হয়। একজন মোটা এবং অন্যজন ত্বন্বী।

মোটা শরীরে দেওয়া হয়েছে সব রকম আমিষ খাবারের ছবি। রোগা শরীরের ভেতরে রয়েছে শাক সবজি এবং ফলের ছবি। সঙ্গে এক লাইনে বার্তা, আপনার পছন্দ কোনটা? ওই ট্যুইটে ডিমকেও অস্বাস্থ্যকর বলে দাবি করা হয়েছে। এর প্রতিবাদে মুখ খুলেছেন পরিচালক শিরীষ কুন্দের। তিনি লিখেছেন, ‘‌ডিমও অস্বাস্থ্যকর!‌ এরা তো বিজ্ঞানকেও বদলে দেবে!‌’‌

এরপর একের পর এক প্রতিবাদের জেরে অবশ্য এই ট্যুইট সরিয়ে নিতে বাধ্য হয় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এক আধিকারিক জানিয়েছেন, ‘এই ধরনের গ্রাফিক্স আমরা আগেও ব্যবহার করেছি। তবে এখন বুঝতে পারছি, সেটা করা উচিত হয়নি।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HYqKww

April 24, 2018 at 10:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top