মেক্সিকো, ২১ এপ্রিল- চুরি করার জন্য কত জিনিসই তো আছে দুনিয়ায়। কিন্তু চোরের দল এবার ইউরোপা লিগের ট্রফিটাই চুরি করে নিয়ে গেল! মেক্সিকোতে জনসমক্ষে প্রদর্শনের পর চুরি হয়ে যায় ইউরোপা লিগের ট্রফি। তবে চুরি হবার কয়েক ঘন্টা পর শনিবার সেটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গুয়ানাজুয়াটো প্রদেশ কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার রাতে লিওন ফুটবল স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শন করার পর সেটি একটি গাড়িতে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তক্কে তক্কে ছিল চোরের দল। গাড়ি রাস্তায় নামতেই এক সুযোগে তারা ট্রফিটি বগলদাব করে। গুয়ানাজুয়াটো পাবলিক প্রসিকিউটার এক টুইট বার্তায় বলেন, খবর পেয়ে পরিবহনের সময় গাড়ি থেকে ট্রফিটি আমরা সেটি উদ্ধার করেছি। এসময় ট্রফির একটি ছবিও টুইটারে প্রকাশ করা হয়। তবে ট্রফিটি কে বা কারা চুরি করেছিল, কোত্থেকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কাউকে চিহ্নিত করা হয়েছে কিনা- সে বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য জানানো হয়নি। ইউরোপীয় ফুটবলের পরিচালনা সংস্থা উয়েফার পৃষ্ঠপোষকতায় মেক্সিকোতে এই ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বিষয়টিকে মেস্কিকোর জন্য লজ্জাজনক ঘটনা হিসেবেই দেখছে দেশটির সরকার ও ফুটবল অঙ্গণ। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৭:৪৪/ ২১ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vxzMOB
April 22, 2018 at 01:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন