কলকাতা, ২১ এপ্রিল- ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতে আইপিএল খেলতে এসেছেন গেইল। সঙ্গে নিয়ে এসেছেন গত বছর ক্যারিবিও অঞ্চল বিধ্বস্ত করা হ্যারিকেন ঝড় হার্ভি এবং ইরমা। এক এক দিন মাঠে নামছেন আর একটা একটা ঝড় দেখাচ্ছেন গেইল। পরপর তিন ম্যাচে গেইল ঝড়ে বিধ্বস্ত প্রতিপক্ষ। প্রথম দিন গেইল পাঞ্জাবের মোহালি স্টেডিয়ামে চেন্নাইকে দেখিয়েছেন ১৯০ স্টাইক রেটের ঝড়। করেছেন ৩৩ বলে ৬৩ রান। এরপর সানরাইজার্সের বিপক্ষের ঝড়টা ১৬৫ স্টাইক রেটের। কিন্তু এবারের ঝড়ের স্থায়িত্ত্ব বেশি। একেবারে ইনিংসের শেষ পর্যন্ত। তার ঝড়ে চুরমার হয়েছেন সাকিব আল হাসান এবং রশিদ খানরা। করেছেন ৬৩ বলে ১০৪ রান। এর দুদিন যেতে না যেত আবার গেইলের ঝড়। এবার কলকাতার ইডেন গার্ডেনে। নাইটদের বোঝালেন কালবৈশাখি তো অনেক হলো এবার ইরমা দেখা যাক। সেভাবেই শুরু করেছেন নিজের ইনিংস। প্রথমে ব্যাট করে ১৯৭ রান করে কলকাতা। বড় রানের জবাবে দারুণ শুরু করেন পাঞ্জাবের দুই ওপেনার ক্রিস গেইল এবং কেএল রাহুল। তাদের অবিচ্ছিন্ন জুটিতে কিংসরা তুলে ফেলেছে ৯৬ রান। তাও আবার ৮.২ ওভারে। এরপর শুরু হয় বৃষ্টির বাগড়া। বৃষ্টিই নাইটদের গেইল-রাহুলের হাত থেকে সাময়িক স্বস্তি দিয়েছে। রাহুল ২৩ বলে ৪৬ করে ব্যাটে আছেন। আর গেইল পাঁচ চার এবং চারটি ছয়ের মারে ব্যাট করছেন ২৭ বলে ৪৯ রানে। তার ৪৯ রানের ৪৪ রানই এসেছে ছয়-চারে। আর ঝড়ের গতিসীমা, ১৮১ স্টাইক রেটের। সূত্র: সমকাল এমএ/ ০৮:২২/ ২১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HSMtWL
April 22, 2018 at 02:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top