ঢাকা, ২৮ এপ্রিল- দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের রোষানলে পড়ে কাটা পড়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফির আসর। ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এফটিপি অনুযায়ী সময়সূচিও। সেই সূচি অনুযায়ী ২০২০ এবং ২০২১ সালে টানা দুই আসর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর আগে সিদ্ধান্ত হয়েছিল ২০২১ সালে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে। সবশেষ কলকাতায় অনুষ্ঠিত আইসিসি সভায় অনুমোদন করা হয় ২০২১ সালে ভারতে চ্যাম্পিয়নস ট্রফির বদলে টি-টোয়েন্টির আসর বসানো হবে। এমন সিদ্ধান্তে নারাজ ভারতীয়রা। জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বর্জন করবে ২০২১ সালের এই টি-টোয়েন্টি বিশকাপ আসর। বিসিসিআই এর এমন গুঞ্জনে আইসিসিও সোচ্চার। উত্তরও দিয়ে দিয়েছে ইতোমধ্যে। বিশ্ব ক্রিকেট সংস্থা জানিয়েছে, ভারত যদি এই আসর নিজের দেশে আয়োজন না করতে চায় সেক্ষেত্রে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এফটিপি এর সর্বশেষ সূচি: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ - ২০১৯, ২০২৩ আইসিসি বিশ্বকাপ টি-২০ - ২০২০, ২০২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত - ২০২১, ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র ১ - ২০১৯-২০২১ চক্র ২ - ২০২১-২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ যোগ্যতা লিগ - ২০২০-২০২২ উপরের আসরগুলোর বাইরে সব দ্বিপক্ষীয় টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ থাকবে। এমএ/ ১০:৫৫/ ২৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2jhMurE
April 29, 2018 at 04:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন