নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত ছাত্রলীগের সাবেক নেতা বেনজির গ্রেফতার

চাপাইনবাবগঞ্জে নারী নির্যাতন মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছাত্রলীগের সাবেক নেতা বেনজির আলীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টহল দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেনজির আলী শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শিবগঞ্জ পৌর এলাকার সহড়াতলা-জালমাছমারীর জিন্নাত আলী জেন্টুর ছেলে।
পুলিশ জানিয়েছে, ২০১২ সালে ছাত্রলীগ নেতা বেনজির আলী যৌতুকের দাবিতে তার স্ত্রী সুফিয়া খাতুনকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে সুফিয়া খাতুন যৌতুক ও নির্যাতন প্রতিরোধ আইনে বেনজিরের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ২০১৪ সালে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ নেতা বেনজিরকে তিন বছরের সশ্রম কারাদ- দেন। সেই থেকে বেনজির আইনের চোখে পলাতক হলেও মুক্ত জীবনযাপন করে আসছিল। বেনজির গ্রেফতারের দাবিতে তার নির্যাতিতা স্ত্রী প্রায় সময় পুলিশের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে আসছিলেন। কিন্তু তারপরও অজ্ঞাত কারণে তাকে পুলিশ গ্রেফতার করেনি। এ বিষয়ে জানতে জেলা ডিবি পুলিশের এক উপ-পরিদর্শক জানান, ছাত্রলীগ নেতা বেনজির নারী নির্যাতন মামলায় তিন বছরের দ-প্রাপ্ত হলেও এতদিন  সে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে তাকে জেলহাজতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ২১-০৪-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2qQS8Ej

April 21, 2018 at 05:03PM
21 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top