নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের একটি গ্রামে ইয়াবা তৈরীর কারখানায় কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, তৈরীর সরঞ্জাম এবং নগদ টাকাসহ একজনকে আটক করা হয়।
শুক্রবার রাত ১১টা থেকে প্রায় দেড় ঘন্টা এ অভিযান পরিচালনা করে জালালাবাদ থানা পুলিশ। আটককৃত যুবক টুকের বাজারের পশ্চিম দশা ডরার ছাদ উল্লাহর ছেলে শামীম আহমদ (২৮)।
জানা যায়- শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টুকেরবাজার ইউনিয়ন অফিসের সামনে থেকে ১০০৮ পিস ইয়াবাসহ শামিম আহমদকে আটক করে পুলিশ। এসময় তাকে জেড়া করে টুকেরবাজারের পীরপুর এলাকার একটি বাসায় ইয়াবার কারখানার তথ্য পাওয়া যায়। সাথে সাথে পীরপুর এলাকার আজির উদ্দিনের বাসার অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে আরো ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এই বাসা থেকে নগদ ৫৫ হাজার টাকা, ইয়াবা তৈরীর একবক্স রাং পেপার, ২টি এন্ড্রয়েড মোবাইল এবং সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এই বাসার ক্যামেরার ১টি হার্ড ডিস্ক এবং ইয়াবা তৈরীর নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এদিকে, বাসার যে ঘরে এসব পাওয়া গেছে সেই ঘরের ভাড়াটিয়া মহিলাকে পাওয়া যায়নি। পুলিশের ধারণা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে।
জালারাবাদ থানার এসআই দেবাংশু ও এসআই মো. সাজ্জাদ খানের নেতৃত্বে ও এলাকাবাসীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়্। খবর পেয়ে সেখানে আসেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2GGNK1v
April 07, 2018 at 03:01AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন