ইসলামাবাদ, ০৬ এপ্রিল- পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় প্রিমিয়ার লিগ(আইপিএল) না খেলায় টি-টোয়েন্টির র্যাংকিংয়ে তারা শীর্ষে অবস্থান করছে বলে মন্তব্য করলেন দেশটির সাবেক অধিনায়ক এবং কোচ ওয়াকার ইউনিস। দেশটির একটি টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। ওয়াকার ইউনিস বলেন, টি-টোয়েন্টিতে আমাদের দল শীর্ষে অবস্থান করছে। কারণ, আমাদের ছেলেরা আইপিএল খেলে না। আইপিএল না খেলার কারণে তারা সবসময় আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মুখিয়ে থাকে। তিনি বলেন, এখন কিছু লিগে খেলে অনেক অর্থ উপার্জন করা যায়। তাই এখন আন্তর্জাতিক ক্রিকেটের টিকে থাকা নিশ্চিত করার দায়িত্ব ক্রিকেট বোর্ডগুলোর। একটা শিশু অর্থ উপার্জনের জন্য নয়, ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে এটা খেলে বলেও উল্লেখ করেন সাবেক ডানহাতি এই পেসার। আরও পড়ুন: টাইগারদের প্রধান কোচ হতে আগ্রহী কোর্টনি ওয়ালস উল্লেখ্য, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১৩০। এদিকে টি-টোয়েন্টির ব্যাটিং র্যাংকিংয়ে ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন পাকিস্তানি ওপেনার বাবর আজম। বোলিং র্যাংকিংয়ে ৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন দেশটির ডানহাতি স্পিনার শাদাব খান। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/০৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IyVEKN
April 07, 2018 at 05:25AM
07 Apr 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top