টরন্টো, ১৭ এপ্রিল- বিশিষ্ট শিক্ষাবিদ ড. অমিত চাকমাকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন অব কানাডার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ মার্চ ব্র্যমটনে প্রকৌশলী অশোকাঙ্কুর বড়ুয়ার বাড়ীতে বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশন অব কানাডা -র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ওয়েষ্টার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রেসিডেন্ট এবং ভিসি ড. অমিত চাকমা-কে প্রধান উপদেষ্টা, প্রকৌশলী অশোকাঙ্কুর বড়ুয়া, রণৎ চৌধুরী, কুসুম বড়ুয়া এবং ফার্মাসিস্ট কানন বড়ুয়া কে উপদেষ্টা করে এগারো সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ হলেন: নিখিল বড়ুয়া লাভলু - প্রেসিডেন্ট, লিটন বড়ুয়া - ভাইস প্রেসিডেন্ট, অভিজিৎ বড়ুয়া - জেনারেল সেক্রেটারী, প্রকৌশলী রাজেশ চৌধুরী - ট্রেজারার, এবং নির্বাহী সদস্যরা হলেন- অসিত বড়ুয়া, আশীষ বড়ুয়া, প্রকৌশলী তাপস বড়ুয়া, ড. মৃণ্ময় বড়ুয়া, জীবক বড়ুয়া, বনফুল বড়ুয়া ও শুভ তালুকদার। আর/০৭:১৪/১৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EPOfER
April 17, 2018 at 03:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top