‘রেইন ট্রি’র মালিক এমপি হারুনকে দুদকে তলব……..

সুরমা টাইমস ডেস্কঃঃ     জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঝালকাঠি-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনকে (বিএইচ হারুন) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ১১ই এপ্রিল দুদকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

দুদকের উপপরিচালক শামসুল হক সই করা চিঠিতে আজ মঙ্গলবার এমপি হারুনকে তলব করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে ঢাকা ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে দেনা পরিশোধ করা, দি প্রিমিয়ার ব্যাংকসহ বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়, বনানী ও বারিধারায় বহুতল ভবন নির্মাণ, বসুন্ধরা আবাসিক এলাকায় ১টি প্লট ক্রয়, ৪টি বিলাসবহুল গাড়ি ক্রয়সহ অবৈধ প্রক্রিয়ায় সম্পদ অর্জন করেছেন এমপি হারুন। এছাড়া তিনি রাজধানীর বনানীর ‘দ্য রেইন ট্রি’হোটেলের মালিক।

অভিযোগপত্রে আরও বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের পরিচালক বি এইচ হারুন ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জাল স্বাক্ষরের মাধ্যমে প্রায় ১৩৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এমপি হারুন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালক।

১৩৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এর আগে ২০১৭ সালের ৩ অক্টোবর প্রিমিয়ার ব্যাংকের একজন ডিএমডিসহ সাত কর্মকর্তাকে আজ মঙ্গলবার সকাল ৯টার মধ্যে দুদকে তলব করা হয়েছে। তারা হচ্ছেন- প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি সামসুদ্দিন চৌধুরী, সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. জাহিদ চৌধুরী, এভিপি আশরাফুল আজাদ, জুনিয়র অফিসার আকবর হোসেন, মো. মাইনুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বনানী শাখার ক্যাশ অফিসার সৈয়দা রোজিনা আক্তার ও ওয়ান ব্যাংক গণকবাড়ি ইপিজেড শাখার সিনিয়র অফিসার মনিরুজ্জামান।

প্রিমিয়ার ব্যাংকের গ্রাহক মেসার্স রুমী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী খলিলুর রহমান ২০১৬ সালে দুদকের কাছে ১৩৪ কোটি আত্মসাতের লিখিত অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, তার ব্যাংক হিসাব থেকে ব্যাংকটির পরিচালক এমপি বিএইচ হারুন অন্য কর্মকর্তাদের সহযোগিতায় ১৩৪ কোটি টাকা সরিয়ে নিয়েছেন। এক্ষেত্রে প্রিমিয়ার ব্যাংক বংশাল শাখা থেকে গ্রাহক রুমী এন্টারপ্রাইজের নামে চেকবই ইস্যু দেখিয়ে প্রতারণা করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2HbxarS

April 04, 2018 at 10:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top