সুরমা টাইমস ডেস্কঃঃ পয়লা বৈশাখে রমনা বটমূল ও আশপাশ এলাকায় ইভটিজিং প্রতিরোধে বিশেষ টিম থাকবে। মঙ্গল শোভাযাত্রা ঘিরে থাকবে র্যাব সদস্যরা। এসময় ব্যাগ ও ধাতব পদার্থ বহন করা যাবে না। পরা যাবে না মুখোশও। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুখোশ পরা না গেলেও হাতে প্ল্যাকাড হিসাবে রাখা যাবে। তবে ভুভুজেলা বাজানো যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরও বলেন, নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূল ও উন্মুক্ত স্থানে বিকাল ৫টার মধ্যে এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সন্ধ্যা ৭টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদিন গোটা ঢাকা শহর ও বৈশাখ উপলক্ষে আয়োজিত সব অনুষ্ঠানস্থল সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর কোনও ধরনের আশঙ্কা নেই। তারপরও সার্বিক নিরাপত্তার স্বার্থে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
অপর এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডাক্তারদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার ব্যবস্থা গ্রহণ করবে।
from Sylhet News | সুরমা টাইমস https://ift.tt/2EilpwD
April 04, 2018 at 10:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন