নাগরিকত্ব নয়, রোহিঙ্গাদের পরিচয়পত্র দেবে মায়ানমার

ঢাকা, ১৫ এপ্রিলঃ রোহিঙ্গাদের সরকারি পরিচয়পত্র দিতে রাজি মায়ানমার সরকার। শনিবার বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, বাংলাদেশ থেকে যে রহিঙ্গারা রাখাইনে ফিরে আসবে তাঁদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।পরিচয় পত্রের ব্যবস্থা করবে প্রাদেশিক প্রশাসন। তবে সেই পরিচয়পত্রকে কোনো ভাবেই নাগরিকত্ব বলা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে হওয়া শরণার্থী চুক্তি মেনেই রোহিহ্গাদের পিরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে বাংলাদেশের তরফে যে ৮ হাজার শরণার্থীর তালিকা দেওয়া হয়েছিল তাঁদের ফিরিয়ে নেওয়া হবে। তথ্য যাচাইয়ের পর শনিবার ৫ জন রোহিঙ্গাকে রাখাইনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ থেকে শরণার্থীদের মায়ানমারে ফিরে যাওয়ার দাবি খারিজ করে দিয়েছেন কক্সবাজারের শরণার্থী কমিশনার আবুল কালাম। তিনি বলেন, ‘৫ জনের একটি পরিবারকে নো ম্যানস ল্যান্ড থেকে রাখাইনে ফিরিয়ে নিয়ে গিয়েছে মায়ানমার সরকার। পরিবারটি বাংলাদেশের কোনো শরণার্থী শিবিরে ছিল না।’              



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H2Ukjd

April 15, 2018 at 09:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top