‘রাজ কাপুর’ পুরস্কার পাচ্ছেন ধর্মেন্দ্র

মুম্বই, ১৫ এপ্রিলঃ বলিউডে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে বিশেষ সম্মানে ভূষিত করতে চলেছেন মহারাষ্ট্র সরকার। ‘রাজ কাপুর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারের জন্য ধর্মেন্দ্রকে মনোনীত করা হয়েছে। এছাড়া ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। রাজ্য সরকারের তরফে রবিবার সকালে টুইট করে খবরটি জানান মহারাষ্ট্র শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী বিনোদ তাওদে। তিনি আরও জানান, প্রবীণ মারাঠি অভিনেতা বিজয় চৌহান এবং অভিনেত্রী তথা পরিচালক মৃণাল কুলকার্নিকেও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে। ‘চিত্রপতি ভি সান্তারাম জাভাংগৌরব পুরস্কার’-এর জন্য বিজয় চৌহান এবং ‘চিত্রপতি ভি সান্তারাম বিশেষ যোগদান পুরস্কার’ প্রাপক হিসেবে মৃণাল কুলকার্নির নাম ঘোষণা করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HzFzoU

April 15, 2018 at 09:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top