সামনেই ইউরোপা লিগের সেমিফাইনাল। অথচ তার আগেই চুরি হয়ে গিয়েছিল ইউরোপের ক্লাব পর্যায়ের দ্বিতীয় বৃহৎ টুর্নামেন্ট ইউরোপা লিগের ট্রফি। মেক্সিকোয় চুরি হওয়ার কিছুক্ষণ পরই অবশ্য খুঁজে পাওয়া যায় ট্রফিটিকে। চুরি হলেও ট্রফির কোন প্রকার ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে উয়েফা কর্তৃপক্ষ। মেক্সিকোর শহর লিওনে একটি ইভেন্টের অংশ হিসেবে সেখানে ইউরোপা লিগের ট্রফি প্রদর্শন করা হয়। প্রদর্শনের একটু পরেই গাড়িতে আসা এক লোক সেটিকে চুরি করেন বলে জানায় সেখানকার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। আরও পড়ুন :ইউরোপা লিগের ট্রফি চুরি! উয়েফার পক্ষ থেকে অফিশিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়, ইউরোপা লিগ ট্রফি মেক্সিকোয় অংশীদারিত্ব ইভেন্টে সংক্ষিপ্ত সময়ের জন্য চুরি করা হয়েছিল; কিন্তু সেটিকে খুব দ্রুততার সাথেই খুঁজে পাওয়া গেছে। ট্রফির কোন প্রকার ক্ষতিও হয়নি। ট্রফি চুরি যাওয়ার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ১৯৬৬ সালের বিশ্বকাপ ট্রফি জুলেরিমে ট্রফি চুরি হওয়ার পরপরই সেটিকে উদ্ধার করেছিল নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন। কিছুদিন পরেই ইউরোপা লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল এবং মার্শেইর প্রতিপক্ষ সালজবুর্গ। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৭:১৪/২২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HRSPFK
April 22, 2018 at 02:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন