গুগল বিভ্রাটে নেহেরুর তথ্যে মোদির ছবি

নয়াদিল্লি, ২৬ এপ্রিলঃ গুগলে বিভ্রাট। অনলাইন জায়েন্টে ভারতের প্রথম প্রধামনমন্ত্রীর নাম সার্চ করলে তথ্য আসছে জওহরলাল নেহেরুর। তাঁল দল, প্রধানমন্ত্রীত্বকাল, সব তথ্যই ঠিক। কিন্তু ছবির জায়গায় আসছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই ভুল চোখে পড়তেই শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। বিষয়টি বুধবার রাতে নজরে আসে নেটিজেনদের।

বিষয়টি নজরে আসতে নিজের ভুল শুধরে নেয় গুগল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HvlIKY

April 26, 2018 at 04:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top