নয়াদিল্লি, ২৬ এপ্রিলঃ কেকেআর-এর জার্সিতে দু’বার দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন। আইপিএল-এ অন্যতম সেরা অধিনায়ক তিনি। কলকাতা ছেড়ে নিজের শহর দিল্লিতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে তাঁর নেতৃত্ব।
পরপর হারের জেরে দিল্লির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা গতকালই ঘোষণা করেছেন গম্ভীর। তবে চমক আরও বাকি। গোটা আইপিএলে কোনো টাকা না নিয়েই দিল্লি ডেয়ারডেভিলস-এর জার্সিতে খেলে যাবেন তিনি।
ডেয়ারডেভিলস কর্তৃপক্ষের তরফে জানানো হয়, নিজের খারাপ পারফরম্যান্সের জন্য এক টাকা-ও না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি ‘ফ্রি’-তেই বাকি মরশুম খেলবেন। উল্লেখ্য, গম্ভীরকে ২ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছিল দিল্লি। নিজের কনটিনিউ খারাপ পারফরম্যান্সের জেরে নিজেকে অভিনব ভাবে ‘শাস্তি’ দিলেন তিনি।
গম্ভীর বরাবরই ব্যতিক্রম। দেশের সেনা জওয়ানদের প্রতি গম্ভীরের সোশ্যাল মিডিয়ার পোস্ট শ্রদ্ধা জাগায়। এবারের আইপিএল-এও ব্যতিক্রমী নজির গড়লেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r5499E
April 26, 2018 at 05:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন