নয়াদিল্লি, ৪ এপ্রিলঃ প্রশ্নপত্র ফাঁস হলেও বুধবার প্রশ্নফাঁস সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওার অধিকার শুধুমাত্র বোর্ডের। জানাল শীর্ষ আদালত।
সিবিএসই দশম শ্রেণীর অঙ্ক এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ফের এই দুটি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছিলেন বোর্ড কর্তারা। গতকাল জানিয়ে দেওযা হয় দ্বিতীয়বার আর অঙ্ক পরীক্ষা নেওয়া হবেনা। তবে অর্থনীতির পরীক্ষা হবে ২৫ এপ্রিল।
ফের পরীক্ষা নেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক ও পড়ুয়া। তাঁদের আবেদন এদিন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রশ্নফাঁস কাণ্ডের তদন্ত সিবিআই-এর হাতে দেওয়ার জন্য যে আবেদন করা হয়েছিল, তাও আজ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ej0RUt
April 04, 2018 at 02:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন