বাবু সাহা, লেবাননঃ লেবাননে বাংলাদেশ আওয়ামীলীগ শাখার কমিটি ঘোষনা করা হয়েছে।কমিটিতে তপন ভৌমিককে হটিয়ে মশিউর রহমান টিটুকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।সভাপতি পদে বাবুল মুন্সী ও সিনিয়র সহ-সভাপতি পদে সুফিয়া আক্তার বেবী নির্বাচিত হয়েছেন।তারা আগামী ২০১৮-২০১৯ এই দু’বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
লেবাননের লাইলাকি এলাকায় আল কামাল হোটেলে ১লা এপ্রিল রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুজিব সৈনিকের উপস্থিতিতে সংগঠনটির সহ-সভাপতি রুবেল আহমেদ এই কমিটি ঘোষনা করেন।কমিটির বাকী পদগুলো আগামী দু’সপ্তাহের মধ্যে পূরন করা হবে বলে রুবেল আহমেদ জানান।
বাংলাদেশ আওয়ামীলীগের মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বাবুল মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বৈরুত দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান সায়েম আহমেদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মশিউর রহমান টিটু।
আরো উপস্থিত ছিলেন, লেবানন আ’লীগের আজীবন সদস্য আবুল বাশার প্রধান, উপদেষ্টা মন্ডলীর সদস্য ইসমাইল চৌঃ আকরাম, আতিকুর রহমান, আজাদ মিয়া, মোঃ দুলাল, নব নির্বাচিত সিনিঃ সহ-সভাপতি সুফিয়া আক্তার বেবি, সহ সভাপতি রুবেল আহমেদ, মোহাম্মদ আলী, মানিক সরকার, বাবুল মিয়া, শেখ ফয়জুল ইসলাম, আনোয়ার চৌকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মহসীন মৃধা, হামরা শাখার সভাপতি শাহীন মির্জা ও সাধারন সম্পাদক সুমন সরকার, হাজমিয়া শাখার প্রধান উপদেষ্টা জাকির হোসেন খান, ভারপ্রাপ্ত সভাপতি আহম্মেদ রানা ও দপ্তর সম্পাদক রহমত উল্লাহ মিন্টু সহ অন্যান্য শাখার নেতৃবৃন্দ এবং লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়ন ও ভাই-বোন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দরা।
প্রবাসী বাংলাদেশীদের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা স্বরূপ রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার এর হাতে ক্রেষ্ট তুলে দেন নব-নির্বাচিত সাধারন সম্পাদক মশিউর রহমান টিটু।এ সময় তার সাথে সংগঠনটির সিনিয়র নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।পরে রাষ্ট্রদূত এবং কাউন্সেলরকে আ’লীগ সহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দরা ফুল দিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং মহান স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমান সহ মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আজ থেকে বাবুল-টিটু কমিটিই লেবাননে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি হিসেবে স্বীকৃত।এর বাইরে লেবাননে বাংলাদেশ আওয়ামীলীগ এর ব্যানার অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না।তিনি আরো বলেন, বিনা জরিমানায় দেশে যাওয়ার আর কোন সুযোগ নেই। তবে তারা জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন।প্রতি বছরের জরিমানা বাবদ পুরুষ শ্রমিককে লেবানিজ ৪,০০০০০ লিরা ও মহিলা শ্রমিককে ৩,০০০০০ লিরা দিতে হবে।
পরে লেবানন প্রবাসী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2uKyAH5
April 04, 2018 at 01:25AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন